Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
কৃষি চাষ
Details

কৃষি বাংলাদেশের একটি প্রধান অর্থ কারী ফসল হলেও সুসং দুর্গাপুর উপজেলার আমুড়া গ্রামের এই ছেলেটি সবজি চাষকে বেচে নিয়েছিল কর্ম হিসাবে। বি,এ পাশ করার পর যখন কোন চাকুরী ছিলনা তার কপালে, তখন সে হতাশ হয়ে পড়েছিল। তার আর্থিক অবস্থাও তেমন ভাল ছিলনা তাদের মাত্র ৫০ শতাংশ জমি ছিল । এই সামান্য পরিমান জমি নিয়েই শুরু করল সবজি চাষ । এই সবজি চাষ করেই সে আজ প্রতিষ্টিত। বর্তমানে তিন একর জমির মালিক।তার সবজি চাষের মধ্যে অন্যতম চাষ হল বাধাকপি,ফুলকপি,শালগম,লাউ,সীম,টমেটো,গাজর,আলু, ইত্যাদি।বর্তমানে তার একটি মটর সাইকেল আছে।